সিলেটের জাফলং পর্যটনকেন্দ্রে পিয়াইন নদীর পানিতে নেমে আবু সুফিয়ান (২৬) নামে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। পুলিশ ও ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে এবং পেশায় তিনি কম্পিউটার মেকানিক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুফিয়ানসহ আট বন্ধু মিলে বুধবার জাফলংয়ে বেড়াতে যান। বিকেলে সবাই সাঁতার কাটতে পিয়াইন নদীতে পানিতে নামলে স্রোতের টানে সুফিয়ান তলিয়ে যান। নিখোঁজ আবু সুফিয়ানের বন্ধু রাসেল আহমদ বাংলানিউজকে জানান, তারা আটজন মিলে সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলে তারা পানিতে নামলে বাকিরা পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে যায় সুফিয়ান। ঘটনাস্থলে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ,পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...