নেপালি সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত চালানো বিশেষ অভিযানে ৭৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) নেপালের সংবাদমাধ্যম ‘সেতুপতি’ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। সেনার জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের বরাত দিয়ে জানানো হয়, বুধবার একদিনেই সাতটি অস্ত্রসহ সংশ্লিষ্ট ম্যাগাজিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিশেষ তথ্যের ভিত্তিতে মाপোখরি এলাকা থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়। একইসঙ্গে, বুধবারই কাঠমান্ডুর মহারাজগঞ্জ এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে সেনা। আরও পড়ুনআরও পড়ুননেপালে কারাগারে বন্দিদের পালানোর চেষ্টা, সেনার গুলিতে ২ জন নিহত কাভ্রের জেলা কারাগারে বন্দি ও পুলিশের মধ্যে সংঘর্ষ সেনা নিয়ন্ত্রণে আনে বলে অধিদপ্তর জানিয়েছে। অন্যদিকে, ডিল্লীবাজার কারাগারে লাগা অগ্নিকাণ্ড সেনা ও সংশ্লিষ্ট সংস্থার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় কারাগার থেকে পলাতক বন্দিদের ধরতে অভিযান...