উত্তরাখণ্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দৃষ্টি আকর্ষণ করেছে হাইকোর্ট। জানা গেছে, কলা কেনার জন্য উত্তরাখণ্ড সংস্থা ৩৫ লাখ টাকা খরচ করেছে। এ ছাড়াও প্রকাশ্যে এসেছে আরও কিছু আর্থিক দুর্নীতি। দেরাদূনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত এবং আরও অনেকের দায়ের করা দুর্নীতির মামলার শুনানি ছিল বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চে। বিচারপতি মনোজকে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবর্ষে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার যে আর্থিক হিসাব-নিকাশ করা হয়েছে, সেখানে কলা কেনার জন্য ৩৫ লাখ টাকা খরচ দেখানো হয়েছে। পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ৬ কোটি ৪০ লাখ খরচ দেখানো হয়েছে। প্রতিযোগিতা আয়োজনের জন্য খরচ হয়েছে ২৬ কোটি ৩০ লাখ, যা গত বারের থেকে চার কোটি টাকা বেশি। এসব খাতে প্রচুর খরচ করা সত্ত্বেও ক্রিকেটারেরা যথেষ্ট সুবিধা...