রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৩২২ জনের প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১৯ প্রার্থী, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী হিসেবে লড়ছেন। এছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে ৬০ জন লড়বেন। এদিকে গত দুই দিনের যাচাই-বাছাইয়ে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। নির্বাচনের কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মোট প্রার্থী হচ্ছেন ৩২২ জন। ভিপি, জিএস, এজিএস বাদে অন্য পদের মধ্যে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৯ জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৬ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে...