আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে গতকাল (মঙ্গলবার) পর্দা উঠেছে ২০২৫ এশিয়া কাপের। তবে টুর্নামেন্টের শুরুতেই বড় হোঁচট খেয়েছে হংকং। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৯৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। তবে এই হার ভুলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলতে যাওয়া লিটনরা এশিয়া কাপে দারুণ এক শুরুর অপেক্ষায়। তবে এই ম্যাচকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছে প্রথম ম্যাচে আফগানদের কাছে বাজেভাবে হারা হংকং। প্রথম ম্যাচে হার ও বাংলাদেশ ম্যাচ নিয়ে হংকংয়ের লঙ্কান কোচ কুশল সিলভা বলেন, ‘আপনারা জানেন, আমরা ফ্লাডলাইটের আলোয় খেলে অভ্যস্ত না। সেটাও আবার টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে। এটা সত্যি যে, আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। তবে...