ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। আজ বুধবার বিকেলে এক ফেসবুক পোস্টে নুরুল হক এ প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের পর ঐতিহাসিক ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যাঁরা অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি অত্যন্ত প্রাণবন্ত, অংশগ্রহণমূলক সফল নির্বাচন সম্পন্ন করেছেন।’ ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে ছাত্রসংগঠনগুলোকে নিয়ে ছাত্ররাজনীতিতে নতুন একটি দিগন্তের সূচনা করবেন, এমন আশাবাদ ব্যক্ত করেন ডাকসুর সাবেক এই ভিপি। তিনি বলেন, ‘ছাত্ররাজনীতি...