সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে বারবার ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েও জনগণ নিজের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে। বুধবার বিকালে মোগলাবাজারে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজও দেশের মানুষ প্রতীক্ষায় আছে এমন এক নেতার জন্য, যিনি বাংলাদেশকে উন্নত, আত্মনির্ভর ও সম্মানিত রাষ্ট্রে রূপান্তরিত করতে পারবেন। সেই নেতা হলেন তারেক রহমান—যিনি জনপ্রিয়, দেশপ্রেমিক এবং আধুনিক রাজনৈতিক দর্শনে বিশ্বাসী। তাঁর বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র এবং শারীরিক ক্ষতির প্রচেষ্টা চালানো হলেও তিনি দেশের জন্য স্বপ্ন দেখা থেকে বিরত হননি। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও দূরদর্শী চিন্তার কারণেই দেশের ১৮ কোটি মানুষ আজও তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে, যাতে বাংলাদেশ এক নবআলোকিত অভিযাত্রায় এগিয়ে যেতে পারে। এ সময় তিনি আরও বলেন, “জনগণ...