কুড়িগ্রামে গত এক সপ্তাহে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে দুই কোটি এগারো লাখ ছয় হাজার তিনশ পঞ্চাশ টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি। এর আগে, গত ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে এসব মাদক ও চোরাচালান জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৪) এবং একই...