কিশোরগঞ্জের স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও প্রাইভেট ক্লিনিক ব্যবসার সঙ্গে জড়িত থাকাসহ নানা অভিযোগে বিতর্কিত সাবেক সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। অথচ অভিযোগ রয়েছে চলতি বছরের ৩ মার্চ কিশোরগঞ্জের সিভিল সার্জন থাকাবস্থায় তাকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছিল। একই ব্যক্তিকে কিশোরগঞ্জের সর্ববৃহৎ স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে, যা স্থানীয় ব্যক্তিদের কাছে রহস্যজনক ও ক্ষোভের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্মসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওএসডি হওয়া কিশোরগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত করা হয়। প্রজ্ঞাপন প্রকাশের পরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়োগকে ঘিরে তীব্র সমালোচনা...