হঠাৎ আত্মগোপনে যাওয়ার পর চলতি বছর ফেব্রুয়ারিতে এক ঘটনার প্রেক্ষিতে প্রকাশ্যে এসেছিলেন পপি। তখন তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিলো তারই পরিবারের পক্ষ থেকে! সেই অভিযোগ খণ্ডাতেই আত্মগোপন থেকে প্রকাশ্যে আসেন পপি। তখন জানা গেলো, মিডিয়া থেকে আড়াল হলেও স্বামী-সন্তান-সংসার নিয়ে ভালোই আছেন। আজ ১০ সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই কাটাচ্ছেন তিনি। যদিও এই দিনে নিজেকে ফের উগরে দিলেন। আবেগতাড়িত হয়ে জানালেন অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা। পপি বলেন, ‘যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন ছিল উৎসবের মতো। দিনভর মানুষ আসত, ভক্তরা ফোন দিতেন, কেউ কেউ বাসায় কেক-ফুল পাঠাতেন। কখনও শুটিং সেটেই জন্মদিন উদযাপন করেছি। আমার ফ্যান ক্লাবগুলোও দেশজুড়ে নানা আয়োজন করত। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। কিছু এতিমখানায় কোরআন খতম ও খাবারের আয়োজন করা হয়েছে।’...