দোহায় হামাসের শীর্ষ নেতৃত্বের বৈঠকে ইসরাইলি বিমান হামলার আগে কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছিল তেলআবিব। মঙ্গলবারের এ হামলায় কাতারের রাজধানী জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার এক প্রতিবেদনে জানায়, ‘অপারেশন সামিট অব ফায়ার’ নামের এ অভিযানে ১০টিরও বেশি ইসরাইলি যুদ্ধবিমান কাতারের আকাশসীমায় প্রবেশ না করেই ১০টিরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা ও পরবর্তী কর্মকাণ্ডের জন্য দায়ী বলে অভিযোগ থাকা হামাসের শীর্ষ নেতাদের দোহায় বৈঠকের খবর পেয়েই এই হামলা চালানো হয়। মঙ্গলবার দুপুরে বৈঠক শেষ করার কিছু পরই ক্ষেপণাস্ত্র হামলা হয়। এর আগে স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ অভিযানের অনুমোদন দেন। কাতারি সূত্রকে উদ্ধৃত করে আরব সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদ জানিয়েছে, হামাসের বৈঠক শেষ হওয়ার কয়েক মিনিট পরই ইসরাইলি ক্ষেপণাস্ত্র...