মতের মিল না হওয়ায় জামায়তে ইসলামীর নেতা-কর্মীদের রাজাকার আখ্যা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির নেতা মাসুদ সাঈদী। বুধবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও মন্তব্য করেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন করে শিবিরের রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছিল, ইতিহাস ভেঙে সেখানেই সংগঠনটি পুরো প্যানেলে বিজয়ী হয়েছে। এই জামায়াত নেতা আরও বলেন, ‘পরিবর্তন আনার অঙ্গীকার রাজনীতিবিদদের করতে হবে, কিন্তু তারা তা করছে না। যখন যে ক্ষমতায় যাচ্ছে তার চেহারা পাল্টে যাচ্ছে। আমাদের ভাই, আমাদের বন্ধু, যাদের সাথে একসাথে আমরা সংগ্রাম করেছি, এখন মতের মিল হচ্ছে না, তাই রাজাকার হয়ে যাচ্ছি। এই যে অপরাজনীতি এ থেকে দেশকে বাঁচাতে হবে।’ মাসুদ সাঈদী বলেন, ‘যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ আইন করে শিবিরের রাজনীতি বন্ধ করে দেওয়া...