চট্টগ্রাম:নগরের কোচিং সেন্টারগুলোকে প্রতিষ্ঠিত ব্যবসা খাত উল্লেখ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, এ খাতকে অবশ্যই নৈতিকতা ও নীতিমালার আওতায় আসতে হবে। এজন্য প্রতিটি কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স করা বাধ্যতামূলক।বিভিন্ন স্থানে কোচিং সেন্টারগুলোর অনুমতিবিহীন পোস্টার, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ডের কারণে নগরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে নগরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার্থে নগরজুড়ে বেআইনি পোস্টার, ব্যানার, সাইনবোর্ডসহ বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল দূষণ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে হলে সবাইকে নিয়ম-কানুন মানতে হবে। বর্তমানে প্রায় ৪০০ কোচিং সেন্টার রয়েছে তার মধ্যে মাত্র ১২০টির ট্রেড লাইসেন্স রয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত লাইসেন্সের আওতায় আনতে হবে। কোচিং সেন্টারগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেহেতু তারা ছাত্রদের...