‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারের শুরুর দিকে তারকাবহুল এই ধারাবাহিকটিতে নেহাল চরিত্রে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তৃতীয় সিজন থেকে ব্যক্তিগত কারণে সরে গিয়েছিলেন তিনি। চতুর্থ সিজনে গল্পে নেহালের উল্লেখ থাকলেও তাকে পর্দায় দেখা যায়নি। পঞ্চম সিজনের বেশ কিছু পর্ব সম্প্রচারিত হয়েছে। সেখানেও তৌসিফের উপস্থিতি ছিল না। দীর্ঘদিন দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরছেন তৌসিফ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জানানো হয় ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এ থাকছেন এই অভিনেতা। তৌসিফ তার বক্তব্যে বলেন, ‘ঈদের সময় বাড়ি ফেরার যে একটা আকুতি থাকে মানুষের আমার ব্যাচেলর পয়েন্টে ফিরে মনে হচ্ছে ঈদে বাড়ি ফিরলাম। কেন যেন নার্ভাসও লাগছে। পাঁচ বছর ধরে সবার একটি প্রশ্ন প্রতিদিন শুনতে হয়েছে। আবার কবে এই নাটকে অভিনয় করব। ভালো লাগছে ফিরতে পেরে।’ ব্যাচেলর পয়েন্ট নাটকে সহশিল্পীদের সঙ্গে...