রাজশাহীর দুই উপজেলার পাঁচ গুদামের পচা চাল অপসারণ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এরই মধ্যে পাঁচ গুদামের ৯৫৪ বস্তা পচা চাল অপসারণ করা হয়েছে। তবে সরবরাহকারীদের নামের তালিকা উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবারও গুদামগুলো থেকে পচা চাল অপসারণের কার্যক্রম অব্যাহত ছিল। জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, পবা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুন্নবী পচা চাল অপসারণের কার্যক্রম তদারক করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুদামগুলোতে যে পরিমাণ পচা চাল মজুত রয়েছে তা যাচাই-বাছাই করে অপসারণ করতে এক মাসেরও বেশি সময় লেগে যাবে। অপসারণ করা পচা চালগুলো খাদ্য বিভাগের পরিত্যক্ত কোনো গুদামে স্থানান্তর করা হচ্ছে বলে খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে পাঁচ গুদামে হাজার হাজার বস্তা পচা চাল কাদের মাধ্যমে খাদ্য গুদামগুলোতে ঢুকেছে তাদের খুঁজে বের করতে খাদ্য বিভাগ...