নেপালের ধাদিং জেলা কারাগার থেকে বন্দিরা পালানোর চেষ্টা করলে সেনাবাহিনী গুলি চালায়। এ সময় দুই বন্দির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রধান জেলা কর্মকর্তা বিজয়রাজ সুবেদি। বুধবার (১০ সেপ্টেম্বর) নেপালের সংবাদমাধ্যম ‘সেতুপতি’ এক প্রতিবেদনে এ খবর দিয়েছ। নিহতরা হলেন ধাদিংয়ের বেনিঘাট রোরাং-৪ এলাকার ৭৫ বছর বয়সি জিতবাহাদুর ঘলে এবং নওয়ালপরাসি পশ্চিমের সুনওয়াল-১২ এলাকার ৩৬ বছর বয়সী ইন্দ্রবাহাদুর দালা। প্রধান জেলা কর্মকর্তা আরও জানান, ঘটনায় অন্তত সাতজন বন্দি আহত হয়েছেন। তারা মানব পাচার, ধর্ষণ এবং মাদক মামলায় সাজা ভোগ করছিলেন। আহতদের বুধবারই চিকিৎসার জন্য কাঠমান্ডু পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকেই বন্দিরা কারাগারের ভেতরে স্লোগান দিচ্ছিল এবং ভাঙচুর শুরু করে। পরে তারা অগ্নিসংযোগ করলে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দিরা কারাগারের ভেতরে কাজের জন্য ব্যবহৃত সরঞ্জাম দিয়ে নিরাপত্তাকর্মীদের আক্রমণের...