১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি ছড়াচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ক্ষুদে দাবারু সাফায়াত কিবরিয়া আযান। বয়স সবে মাত্র১২ বছর।আযান ইতিমধ্যেই মালদ্বীপ, শ্রীলংকা এবং থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশ গ্রহন করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। ব্যাপক সুনাম অর্জনের পাশাপাশি নিজ দেশের পতাকা উড়িয়েছে বীরের বেশে। ওয়ার্ল্ড ক্যাডেট চেস টুর্নামেন্ট ২০২৫-এর একটি বড় আসরে অংশগ্রহণ করতে আগামী ১৭ সেপ্টেম্বর যাচ্ছে কাজাখস্তান। তার এই সুখবরই নিজ এলাকা ফরাজীকান্দি তথা বৃহত্তর মতলববাসী খুবই আনন্দিত। উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের গোলাম কিবরিয়া নয়ন এর ছোট ছেলে ক্ষুদে দাবারু সাফায়াত কিবরিয়া আযান ঢাকার সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের (গ্রেড-৫, ইংলিশ মিডিয়াম) মালিবাগ শাখার মেধাবী শিক্ষার্থী। আযান ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ কাজাখস্তানের আলমাটি...