১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দিনভর চলা মহাসড়ক অবরোধ কর্মসূচি আজকের মতো স্থগিত করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই অবরোধ সন্ধ্যা ৬টার দিকে অর্থাৎ ১১ ঘণ্টা পর স্থগিত করা হয়। তবে আন্দোলনকারীরা জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে আবারও অবরোধ শুরু হবে। অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে এবং দীর্ঘ সময় আটকে থাকা যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। অনেকেই খাবার-পানি ও দীর্ঘ অপেক্ষার ভোগান্তি সামলে গন্তব্যের উদ্দেশে রওনা হন। অন্যদিকে, আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের একাধিকবার আলোচনা হলেও তারা তাদের মূল দাবি থেকে সরে আসেননি। ফলে আগামীকাল থেকে পুনরায় মহাসড়কে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।...