আমি নবম শ্রেণিতে পড়ি৷ দুই বছর পর এসএসসি পরীক্ষায় অংশ নেব। বলা যায়, স্কুল জীবন অনেকটা শেষের দিকেই। এখন মনে হয়, স্কুল জীবন সত্যিই মধুর ছিল। আগে ভাবতাম কবে স্কুল শেষ হবে। মনে হত, স্কুল জীবন শেষ মানেই আনন্দ আর আনন্দ। আমি এ পর্যন্ত তিনটি স্কুলে পড়েছি। প্রথমটি কুমিল্লা ক্যান্টনম্যান্ট বোর্ড স্কুল। সেখানে শিশু ও প্রথম শ্রেণি পড়েছি। এরপর কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে ভর্তি হই। এখানে ভর্তি পরীক্ষার সময় পরিচিত হই মুন নামে এক বান্ধবীর সঙ্গে। ভর্তির পর আমরা একসঙ্গে স্কুলে যাতায়াত ও পরীক্ষার প্রস্ততি নিতাম। আমার বাবা সেনাবাহিনীর সদস্য। তার বদলির জন্য কিছুদিন পরেই আমরা টাঙ্গাইলে চলে আসি। এখন আমি টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি। এখানে নতুন...