ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বড় জয় পেয়েছে। হসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)—শীর্ষ এই তিন পদেও জিতেছে তারা। ভিপি পদে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জিতেছেন শিবিরের প্রার্থী মো. আবু সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা হয়েছেন চতুর্থ। আর বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবদুল কাদের পঞ্চম হয়েছেন ১ হাজার ১০৩ ভোট পেয়ে। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই কারচুপির অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করেছিলেন ভিপি প্রার্থী আবিদুল। ফলাফলের পর বুধবার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না।’ আবিদুল...