স্ত্রীর পর এবার স্বামী। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা অভিষেক বচ্চন।সম্প্রতি এই অভিনেতার ঘরণী অভিনেত্রী ঐশ্বরিরা রাই বচ্চনও ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতের দারস্থ হয়েছেন। এবার সেই একই দাবি অভিনেতারও। যে কোনও ওয়েবসাইট বা যে কোনও মঞ্চ যেন তার ছবি অনায়াসে ব্যবহার করতে না পারে, এই আর্জি জানিয়েছেন অভিষেক। তার ছবি যেখানে-সেখানে ব্যবহৃত হয়েছে। অনেক সময়ে ছবি ও ভিডিও যৌনতা সংক্রান্ত বিষয়েও ব্যবহার করা হয়, যে কারণে বিরক্ত এই অভিনেতা। তাই নিজের ভাবমূর্তি রক্ষায় পদক্ষেপ নিলেন তিনি। দিল্লি হাইকোর্টের বিচারপতি তেজস করিয়ার কাছে এই আবেদন করেছেন অভিষেক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এর শুনানি। অভিষেকের আইনজীবী প্রবীণ আনন্দ অভিযোগ করেছেন, অভিষেকের ছবি, ভিডিও, এমনকি স্বাক্ষর পর্যন্ত অবৈধ ভাবে ব্যবহার করা হচ্ছে। যার ফলে অভিষেকের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এমনকি মৌলিক অধিকারও লঙ্ঘন...