পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীজুড়ে নিষিদ্ধ বেহুন্দি জালের ব্যাপক ছড়াছড়ি। নদীর বাতির খাল, চন্দ্রদ্বীপের খানকা, নিমদীর চর এবং ধুলিয়া পয়েন্টে শতশত অবৈধ জাল পেতে রাখা হয়েছে। এসব জালের সূক্ষ্ম ফাঁসে মাছের ডিম ও রেণু পোনা থেকে শুরু করে বিভিন্ন জলজ প্রাণী আটকে মারা পড়ছে, যা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিয়ম মেনে মাছ শিকার করা জেলেরা জানান, বেহুন্দি জালে পানি ছাড়া সবকিছুই আটকে যায়। এর ফলে সব প্রজাতির মাছ, তাদের ডিম ও পোনা, এমনকি বিভিন্ন জলজ পোকামাকড়ও ধ্বংস হচ্ছে। তারা অভিযোগ করেন যে, কিছু অসাধু জেলে ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনকে ম্যানেজ করে নির্বিঘ্নে এই নিষিদ্ধ জালের ব্যবহার চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালানো হলেও বেহুন্দি জালের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না।...