মেটা আইওএস বেটা প্রোগ্রামের জন্য একটি আপডেট প্রকাশ করেছে। এই আপডেটের মাধ্যমে আইওএস ব্যবহারকারীরা এখন লাইভ ফটো আসল ফরম্যাটে শেয়ার করতে পারবেন। এতে মুভমেন্ট ও অডিও সংরক্ষিত থাকবে। আপাতত সীমিত সংখ্যক বেটা টেস্টারের জন্যই এটি চালু করা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘নিওউইন’। এই আপডেটের আগে লাইভ ফটো পাঠানো হলে তা স্ট্যাটিক ছবি বা নিম্নমানের জিআইএফ আকারে যেত ফলে শুব্দগুলো হারিয়ে যেত। নতুন ফিচারের ফলে ব্যবহারকারীরা এখন আরও বাস্তব ও প্রাণবন্ত অভিজ্ঞতা পাবেন। এখন থেকে একটি লাইভ ফটো শেয়ার করলে থাম্বনেইলে একটি ছোট লাইভ ফটো আইকন দেখা যাবে। প্রাপক নির্দিষ্ট বাটনে ট্যাপ করে ছবিটি মুভমেন্ট ও অডিওসহ প্লে করতে পারবেন। আর কেউ যদি ছবিটি নিজের গ্যালারিতে সেইভ করেন তা আইওএস ফটোস অ্যাপে লাইভ ফটো হিসেবেই সংরক্ষিত হবে। এই আপডেটের...