সুইজারল্যান্ডে ভ্রমণের সময় এক রেস্তোরাঁর কর্ণধার মাইক রিখটারের সঙ্গে পরিচয় হয়েছিল ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুরের। বন্ধুত্ব থেকে প্রেম, আর ২০১৭ সালে বিয়ে—সবকিছুই যেন ছিল রূপকথার মতো। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, ভাঙনের মুখে তাদের নয় বছরের সংসার। যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি তারা। এমন সময়ে মোনালির একটি ইনস্টাগ্রাম স্টোরি নতুন করে জল্পনা বাড়িয়েছে। একটি প্রতীকী ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন—‘কারণ’। অনেকের ধারণা, এভাবেই হয়তো তিনি স্বামীর সঙ্গে বিচ্ছেদের পেছনের কষ্টগাথা ইঙ্গিত করেছেন। ভিডিওতে শ্বাসরোধের দৃশ্যও উঠে এসেছে, যা দেখে অনেকে মনে করছেন, সম্পর্ক ভাঙার নেপথ্যে শারীরিক বা মানসিক নির্যাতনের বিষয় থাকতে পারে। নিজের নতুন মিউজিক ভিডিও ‘এক বার ফির’ কে মোনালি জীবনের সবচেয়ে ব্যক্তিগত গান বলে আখ্যা দিয়েছেন। গানের ভিজ্যুয়ালেও উঠে এসেছে টানাপোড়েনের আবহ। হিন্দুস্থান টাইমস জানায়,...