ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে ৭ দফা দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী আকবর হোসেন।সভায় ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী এবং পেশাজীবী ডিপ্লোমা প্রকৌশলীগণ অংশ নেন। বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদটি ১৯৭৮ সালের সরকারি প্রজ্ঞাপনের ভিত্তিতে কেবলমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল এবং ১৯৯৪ সালে এটি ১০ম গ্রেডে উন্নীত হয়ে দ্বিতীয় শ্রেণির মর্যাদা পায়।তবে সম্প্রতি কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের “প্রকৌশলী অধিকার আন্দোলন” ব্যানারে এই পদ সবার জন্য উন্মুক্ত করার দাবি অযৌক্তিক ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা বলে উল্লেখ করেন তারা।সভা থেকে বক্তারা ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত পদ বহাল রাখা, সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নীত করা, কারিকুলাম আধুনিকায়ন, শিক্ষক...