অভিনেত্রী একটি চকোলেট কেকের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা গেছে, কেকের এক টুকরো কাটা, মাঝখানে জ্বলছে একটি মোমবাতি। কেকের সঙ্গে ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘আমার ভালোবাসার ভাষা কী জানেন? আমার মেয়ের প্রথম জন্মদিনের জন্য কেক তৈরি করা।’ এখনও পর্যন্ত কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনেননি দীপিকা-রণবীর। তবে জন্মদিন উপলক্ষে তাদের ঘরোয়া উদযাপনের মুহূর্তে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। নেটিজেনদের অনেকে লিখেছেন, ‘দয়া করে দুয়ার মুখ দেখান।’ কেউ আবার অবাক হয়ে বলেছেন, ‘এক বছর হয়ে গেলো?...