নতুন লা লিগা মৌসুম এখন পর্যন্ত খেলা তিন ম্যাচই বার্সেলোনা খেলেছে প্রতিপক্ষের মাঠে। ১৪ সেপ্টেম্বর প্রথম হোম ম্যাচ খেলতে গিয়ে ক্লাবটি পড়েছে বিপাকে। তাদের ধারণা ছিল ২০২৩ থেকে সংস্কার কাজ চলা ক্যাম্প ন্যুতে ফিরতে তারা। কিন্তু তা এখনো শেষ হয়নি। এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিতে খেলতে গিয়েও পারছে না। কারণ সেটি কনসার্টের জন্য ভাড়া দেয়া হয়েছে। শেষপর্যন্ত বি দল, নারী দল যে গ্রাউন্ডে ম্যাচ খেলে সেই এস্তাদি ইয়োহান ক্রুইফে খেলতে হবে প্রথম হোম ম্যাচ। বার্সা সমর্থকদের জন্য এটি একরকম ধাক্কা, কারণ প্রত্যাশা ছিল ঐতিহাসিক ক্যাম্প ন্যু-তে ফেরার। কিন্তু সেই প্রতীক্ষার ঘড়ি আবারও পিছিয়ে গেল। ক্লাবটি অনেক আগেই জানিয়েছিল, ২০২৪ সালের নভেম্বরের ১২৫ বছর পূর্তি উপলক্ষে ক্যাম্প ন্যু-তে ফেরার ইচ্ছে ছিল। কিন্তু ১.৫ বিলিয়নের পুনর্গঠন কাজ এখনো শেষ হয়নি। সর্বশেষ পরিকল্পনা ছিল...