প্রিটোরিয়া ক্যাপিটালস নিলামে অংশ নেয় দক্ষিণ আফ্রিকান মুদ্রায় ৩ কোটি ২৫ লাখ র্যান্ড নিয়ে। এর অর্ধেকেরও বেশি তারা খরচ করে ফেলে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিতে। এসএ টোয়েন্টির নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার এখন তুমুল প্রতিভাবান এই ব্যাটসম্যান। রেকর্ড পারিশ্রমিকে তাকে নেওয়ার পর প্রিটোরিয়ার প্রধান কোচ সৌরভ গাঙ্গুলি বললেন, কখনও অর্থ দিয়ে পারফরম্যান্সকে মূল্যায়ন করেন না তিনি। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগটির নিলামে মঙ্গলবার তীব্র লড়াই জমে ওঠে ব্রেভিসকে নিয়ে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা তরুণ আগ্রাসী ক্রিকেটারকে পেতে প্রথমে লড়াইটা হয় জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালসের মধ্যে। প্রিটোরিয়া ক্যাপিটালস সেই লড়াইয়ে যোগ দেওয়ার আগেই দাম ছাড়িয়ে যায় ১ কোটি র্যান্ড। ২২ বছর বয়সী ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত ১ কোটি ৬৫ লাখ র্যান্ডে (প্রায় সাড়ে ৯ লাখ মার্কিন ডলার) পেয়ে যায় তারাই। সম্প্রতি...