অনলাইন রিটার্ন দাখিলের সময় সরাসরি ব্যাংকের সংযোগ স্থাপন করা হলে করদাতাদের সুবিধা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ব্যবসায়ীদের পেইন কমাতে আগামীতে করপোরেট কর রিটার্ন অনলাইন করা হবে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) এনবিআরের প্রধান কার্যালযয়ে ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আবদুর রহমান। রাজস্ব কর্মকর্তা ব্যাংকের তথ্য দেখতে পাবেন না জানিয়ে আবদুর রহমান খান বলেন, ‘এই সুবিধা থাকবে করদাতার জন্য। এতে ব্যাংকের আমানত সংগ্রহে বা করদাতাদের কোনো সমস্যা হবে না। করদাতার যাতে হিসাব বিবরণী বারবার আনতে না হয়, সেই কারণে আমরা বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছি।’ করপোরেট কর কমে এখন ২০ ভাগ হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামীতে করপোরেট কর রিটার্নও অনলাইন করা হবে। আমাদের লক্ষ্য ব্যবসায়ীরা যাতে পেইন...