১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ ও সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বুধবার এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল একটি সন্ত্রাসী ও জঙ্গিবাদী রাষ্ট্র। লাগামহীনভাবে তারা মুসলিম দেশের ওপর একের পর এক ন্যাক্কারজনক হামলা চালিয়ে যাচ্ছে। আর যুক্তরাষ্ট্র তাকে ব্ল্যাংক চেক দিয়ে রেখেছে, ফলে যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও মানবতাবিরোধী কার্যকলাপের জন্য তাদের কোনো দায়বদ্ধতা নেই। তিনি বলেন, ইসরাইল মঙ্গলবার কাতারে বিমান হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবাধিকারবিরোধী অপরাধ হিসেবে গণ্য। ইসরাইলকে থামানোর যেন কেউ নেই, তারা ইচ্ছামতো কাজ চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে ইরান ও লেবাননে ব্যাপক সন্ত্রাসী হামলা চালিয়েছে। একইভাবে বেশ কিছুদিন ধরে সিরিয়ায়ও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। আর যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা...