মো. আশরাফুজ্জামান, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ভূমিজ নাট্যদলের জনপ্রিয় নাটক ‘পাখিদের বৈঠক’ নাটকটি মঞ্চায়িত হয়েছে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে। প্রায় দুই যুগ পর পঞ্চগড়ের বোদা উপজেলা অডিটোরিয়ামে নাটক অনুষ্ঠিত হয়। নাটকটি সর্বস্তরের মানুষ উপভোগ করেন। বোদা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে ্ও উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের সহযোগিতায় নাটকটি মঞ্চায়িত করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটকটির শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন ও অবসরপ্রাপ্ত অঅধ্যাপক প্রবীর চন্দ সহ বিপুল দর্শক উপস্থিত ছিলেন। নাটকটি পারস্যের কবি ফরিদউদ্দিন আখতারের ‘মাস্তিক-উত-তায়ঈর’-এর ছায়া অবলম্বনে...