ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ৪৪ জন প্রার্থী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে অধিকাংশ প্রার্থী ভোট পেয়েছেন খুবই কম। তিনজন প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন। একটি করে ভোট পাওয়া ভিপি প্রার্থীরা হলেন— সুজন হোসেন, রাকিবুল হাসান, রাসেল হক। ডাকসুতে ভিপি পদে নির্বাচন করে ১০ ভোটের বেশি পাননি এমন প্রার্থীর সংখ্যা ২১ জন। এছাড়া ৫০টির নিচে ভোট পেয়েছেন আরও ১১ জন ভিপি প্রার্থী। আসিফ আনোয়ার অন্তিক ৫ ভোট, জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালাল (প্রার্থিতা বাতিল) ৮ ভোট, দ্বীন মোহাম্মদ সোহাগ ৬ ভোট, মাহদী হাসান ৯ ভোট, মুহাম্মদ আবু তৈয়ব ১০ ভোট, আজগর ব্যাপারী ৬ ভোট, শাফি রহমান ৬ ভোট, আতাউর রহমান শিপন ৫ ভোট, আবুল হোসাইন ৭ ভোট, উজ্জ্বল হোসেন ৬ ভোট, নাছিম উদ্দিন ২ ভোট, ফয়সাল আহমেদ ৪...