পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী জাকারিয়া হাওলাদারকে (১৪) বেধড়ক পেটানো হয়েছে। শুধু তাই নয়, তাকে পায়ে শিকল দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বেঁধে রাখা হয়েছে। মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামের আরামগঞ্জ হাজী তোজাম্বর আলী খান নুরানি হাফেজিয়া বহুমুখী মাদ্রাসার শিক্ষক ক্বারি নজরুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবা সিদ্দিক হাওলাদার কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, গত দুই বছর ধরে তার ছেলে ওই মাদ্রাসায় পড়াশোনা করে আসছে। ৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মাদ্রাসার পেছনে দুষ্টুমির ছলে ১০ বছর বয়সি কন্যাশিশুকে ধাওয়া করে। এ কারণে শিক্ষক নজরুল ইসলাম জাকারিয়াকে জোড়া বেত দিয়ে বেধড়ক মারধর করে শিকলে বেঁধে রাখে। তার পিঠে বেত্রাঘাতের ক্ষতচিহ্ন ফুটে আছে। পরদিন সকালে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ছেলেকে উদ্ধার...