জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন তারা।বুধবার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আজ সাক্ষ্য দেওয়ার কথা ছিল মাহমুদুর রহমান ও নাহিদের। কিন্তু ব্যক্তিগত কারণে আসতে পারেননি তারা। এ অবস্থায় প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হলে ১৫ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১।প্রসিকিউটর তামিম বলেন, এই মামলায় প্রসিকিউশন ৮১ জন সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে দাখিল করেছিল। এদের মধ্যে ৪৫ জনের সাক্ষ্য ইতিমধ্যে নেওয়া হয়েছে। ঐতিহাসিক পটভূমির প্রেক্ষাপট বর্ণনা করবেন এমন কয়েকজনের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন। এরপর সিজার লিস্টের সাক্ষী...