কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মাকে হত্যার মূল আসামী মাওলানা মোবারক করিম সিদ্দিকী (৩২)কে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। পেশায় তিনি একজন কবিরাজ। এবার অনুসন্ধানে তার সম্পর্কে বিশদ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের ২৪ জুন কুমিল্লা নগরের ধর্মপুর পশ্চিম চৌমুহনীতে অবস্থিত হযরত খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষে ৭ম শ্রেণীর শিক্ষার্থী মোহনা আক্তার মুন্নীকে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণে বাঁধা দেওয়ায় তাকে ধারালো ছুরি দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এক পর্যায়ে ওই কক্ষে পানি নিতে আসা এক নারীকে দেখে মুন্নী দৌড়ে পালিয়ে যায়। মাদ্রাসার মুহতামিম ও প্রতিষ্ঠাতা ছিলেন মোবারক। তিনি মাদ্রাসার একটি বাসায় স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করতেন। পাশের গলিতে ছিল তার শ্বশুর বাড়ি। একই দিন মুন্নীর আরেক সহপাঠী মীমকেও ধর্ষণের চেষ্টা...