রাশিয়ার রাষ্ট্রায়ত্ব পরমাণু শক্তি সংস্থা রসাটমের যন্ত্রকৌশল বিভাগ রাশিয়ার সর্বোচ্চ শক্তিশালী পারমাণবিক আইসব্রেকার রোশিয়ার জন্য দ্বিতীয় আরআইটিএম-৪০০ রিয়্যাক্টরের ট্রায়াল অ্যাসেম্বলি সম্পন্ন করেছে। সংস্থাটির জিওপাদলস্ক কারখানায় এটি প্রস্তুত করা হয়। শক্তিশালী এই আইসব্রেকারটি আর্কটিক অঞ্চলের সামগ্রিক উন্নয়ন এবং উত্তর সমুদ্রপথের পূর্বাঞ্চলে সারা বছরব্যাপী জাহাজ চলাচল চলমান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রসাটম। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রায়াল অ্যাসেম্বলি মূলত পারমাণবিক ভেসেলের হৃৎপিণ্ড তৈরির চূড়ান্ত ধাপ। এই ধাপে সকল যন্ত্রাংশগুলো বিশদভাবে পরীক্ষা করে তাদের কার্যোপযোগিতা প্রমানিত হবার পর শিপইয়ার্ডে পাঠানো হয়। রোশিয়া আইসব্রেকারে মোট দুটি আরআইটিএম-৪০০ রিয়্যাক্টর থাকছে, যার প্রথমটির নির্মাণ কাজ চলতি বছরের মে মাসে সম্পন্ন হয়। অত্যন্ত শক্তিশালী এই রিয়্যাক্টর থাকার ফলে আইসব্রেকার চার মিটার পুরু বরফ কেটে অগ্রসর হতে সক্ষম। রিয়্যাক্টরের পুরো সেট তৈরিতে সময়...