বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত হওয়ার কারণে মরণ ফাঁদে পরিনিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি সেবার একদম অযোগ্য হয়ে পড়েছে। ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটিতে আর মিলছে কোন রকমের চিকিৎসা সেবা। তবে খোঁজ নিয়ে জানা যায়, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে উক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির কত্যর্বরত চিকিৎসকরা নন্দীগ্রাম ২০শষ্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় পুরো ভবনটি এখন যেন সবুজ ঘাসের চাঁদরে ঢাকা পড়েছে। জানা যায়, উক্ত পরিবার কল্যাণ কেন্দ্রটি ১৯৮০ সালে নির্মাণ করা হয়, সেই থেকে এ পর্যন্ত কয়েকবার সংস্কার করা হলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার কারণে দেওয়াল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, ফলে দেওয়াল ও মেঝেতে...