তারুণ্যের উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী এ রক্তদান কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চলে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বিল্লাল হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। রক্তদান কর্মসূচিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। তারুণ্যের উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জে।...