১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ইয়াবাসহ এক যুবক এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ১৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এসব অভিযান চালায়। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ মো. তরিকুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বাটন মোবাইলও জব্দ করা হয়। পরে আটক যুবককে জীবননগর থানায় সোপর্দ করা হয়। এছাড়া মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৫ জন...