সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজারে এনসিপি নেতা ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে ভূমি দখল, দোকানপাট শিলগালা, অবৈধ সীমানা প্রাচীর নির্মাণসহ নানা অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, আতাউর রহমান স্বপন দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে বাজারে দাঙ্গাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমি দখলের মতো অপকর্ম চালিয়ে আসছে। চকবাজারের ব্যবসায়ী জুয়েল আহমদ বলেন, এনসিপি নেতা স্বপন আমার প্রতিষ্ঠান ‘জুয়েল ভেরাইটিজ স্টোর’-এর দরজা-জানালা ওয়েল্ডিং করে বন্ধ করে দিয়েছে। এমনকি দোকানের পেছনের জায়গায় অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। তার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অন্য এক ব্যবসায়ী খায়রুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের ‘আনন্দ টেইলার্স’-এর ক্ষেত্রেও একইভাবে দখল ও শিলগালার...