বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সংকট নিরসনে ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির আহ্বায়ক মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ সভা হয়।সভায় লামা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী সেবায় বিদ্যুৎ সংকট ও অ্যাম্বুলেন্স সমস্যাকে প্রধান অন্তরায় হিসেবে তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. গোলাম মোস্তফা নাদিম।বিদ্যুৎ সমস্যার সমাধানে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে সোলার প্যানেল স্থাপনের কাজ শুরু হয়েছে বলে সভায় জানান কমিটির সদস্য সচিব। সরকারি বরাদ্দ দিয়ে এ খরচ নির্বাহের আশ্বাস দেন ইউএনও।সভায় হাসপাতাল এলাকায় একটি মার্কেট নির্মাণের প্রস্তাব গৃহীত হয় এবং ৭ সদস্য বিশিষ্ট মার্কেট নির্মাণ ও পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।রোগী কল্যাণ সমিতির সদস্য ও লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সভায় জানান, একজন...