ভারতের ক্রিকেটার পৃথ্বি শ এবার আর শাস্তির হাত থেকে বাঁচলেন না। মুম্বাইয়ের একটি আদালত তাকে ১০০ টাকা জরিমানা করেছে। আর এ শাস্তি দেওয়া হয়েছে আদালতের নির্দেশ অমান্য করে অভিযোগকারীর প্রশ্নের জবাব না দেওয়ায় কারণে। একটা সময় পরবর্তী টেন্ডুলকার মনে করা হতো তাকে। সেই পৃথ্বি এবার আইপিএলেও দল পাননি। ঘটনাটি দু’বছর আগের। মুম্বাইয়ের এক পানশালায় সেলফি তোলা নিয়ে স্বপ্না গিল নামের এক তরুণীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন পৃথ্বি শ। এরপর স্বপ্না তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। গত বছর এপ্রিলে মুম্বাইয়ের দিনদোশী সেশনস কোর্টে ফৌজদারি তদন্তের আবেদন করেন স্বপ্না। তবে ম্যাজিস্ট্রেট কোর্ট সরাসরি এফআইআর করার নির্দেশ না দিয়ে পুলিশকে প্রাথমিক তদন্ত করতে বলে। এরপর থেকে বারবার পৃথ্বিকে জবাব দেওয়ার...