শক্তি-সামর্থ্য, সাফল্য কিংবা ঐতিহ্য, সব দিক থেকেই ভারত ও পাকিস্তানের চেয়ে যোজন-যোজন পিছিয়ে সংযুক্ত আরব আমিরাত। তবে নিজেদের দিনে এই দুই দলকে হারাতে আত্মবিশ্বাসী মধ্যপ্রাচ্যের দেশটির অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। বললেন, এশিয়া কাপে অঘটন উপহার দিয়ে সুপার ফোরে জায়গা করে নেওয়ার স্বপ্ন তাদের। এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের গ্রুপ পড়েছে আরব আমিরাত। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ওমান। দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার টুর্নামেন্টে পথচলা শুরু করবে ওয়াসিমরা। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি খেলেছে আরব আমিরাত। সেটিও এশিয়া কাপে। ২০১৬ আসরের ওই ম্যাচে তাদেরকে ৮১ রানে থামিয়ে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল ভারত। ১১ বছর আগের সেই এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষেও খেলেছিল আরব আমিরাত। ওই ম্যাচে ৭ উইকেটে হেরেছিল তারা। এরপর পাকিস্তানের বিপক্ষে আরও দুটি টি-টোয়েন্টি খেলে তারা...