এশিয়া কাপের প্রথম ম্যাচে আর কিছুক্ষণ পর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে ভারত। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও ভারতের একাদশে জাসপ্রীত বুমরাহকে দেখা যেতে পারে—আর এতেই বেজায় চটেছেন সাবেক ব্যাটার অজয় জাদেজা। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে তিনি ‘অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেছেন। এমনকি গম্ভীর ও সূর্যকুমার যাদব যদি সত্যিই ইউএই’র বিপক্ষে বুমরাহকে খেলান, তবে তিনি প্রতীকী ‘ধর্মঘট’-এ যাবেন বলেও মন্তব্য করেছেন।টিভি সম্প্রচারকালে জাদেজা স্পষ্ট ভাষায় বলেন, ‘কোনো ম্যাচেই যদি বুমরাহকে রক্ষা না করেন, তবে করতেই হবেন না। আর যদি সংরক্ষণ করতে চান, তাহলে ইউএই’র মতো ম্যাচই তো আদর্শ সুযোগ। যুক্তি বলে, এখানে তাকে বিশ্রাম দেওয়া উচিত। কিন্তু আমরা তো কখনো যুক্তির পথে হাঁটি না। এখন কি ইউএই’র বিরুদ্ধেও বুমরাহ দরকার?’বুমরাহকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। পিঠের ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরে দীর্ঘদিন...