সারাদেশে চারটি স্থানীয় গেটওয়ে স্থাপন করেছে ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। এর মধ্যে গাজীপুরের হাই-টেক পার্কে দুটি এবং রাজশাহী ও যশোরে একটি করে গেটওয়ে স্থাপন করা হয়েছে। অবশ্য গেটওয়েগুলো পরিদর্শনের সময় স্টারলিংকের কোনো প্রতিনিধি না থাকায়, এগুলো পুরোপুরি কার্যকর কিনা তা নিশ্চিত হতে পারেনি নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। তবে, স্থানীয় অংশীদার কোম্পানিগুলোর দাবি, গেটওয়েগুলোর মাধ্যমে ইতোমধ্যেই বাণিজ্যিক ট্র্যাফিক চালু হয়েছে। স্টারলিংককে গত ২৯ এপ্রিল অপারেটিং লাইসেন্স দেওয়া হয়। পরে...