বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু, জাকসু ও রাকসু) আয়োজন আমাদের আশান্বিত করছে নিঃসন্দেহে। কিন্তু, এই সবগুলো নির্বাচনের ফলাফল ঘোষণা ও সংসদ গঠিত হওয়ার আগে পর্যন্ত শেষকথা কিছুই বলা যাচ্ছে না। কেননা, সন্দেহ করার নানা কারণ আছে যে, নির্বাচনগুলো বানচালের জন্য একটি মহল বেশ মরিয়া হয়ে উঠেছে। ডাকসু নির্বাচন সম্পন্ন হলেও ওই নির্বাচনের ফল নিয়ে পরাজিতদের নানা অসন্তোষ ও অভিযোগ তৈরি হয়েছে। তবে, বাস্তবতা হলো, ডাকসুতে তারা ছাত্র শিবির সমর্থিত প্যানেলের কাছে ভূমিধস পরাজিত হয়েছেন। নির্বাচন সম্পন্ন হলেও, এই নির্বাচন নিয়ে কিছুটা ঘনঘটা ইতিমধ্যেই আমরা দেখেছি। আইনি প্রক্রিয়ায় সেটা মোকাবিলা করা গেছে। কিন্তু, অনলাইনের একটি দুষ্টচক্র তাদের নির্বাচনি প্রতিদ্বন্দ্বীদের ঘায়েল করার জন্য ‘ডাকসু স্থগিতের নকশাকারী’ তকমা দিয়েছে। তবে, এই কুচক্রীরাই যে নির্বাচন আটকাতে চেয়েছিল, তা পরবর্তী ঘটনাপ্রবাহে পরিষ্কার...