নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর দেশটির অন্তর্বর্তী দায়িত্বে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে চাইছে বিক্ষোভকারীরা। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেনারেশন জেডের (জেন জি) পক্ষে থাকা দেশটির সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এই দাবি নিয়ে বিক্ষোভকারীরা সেনাপ্রধানের কাছে যাবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রামান কুমার শর্মা এই তথ্য জানিয়েছেন। এরই মধ্যে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি সংবাদমাধ্যম সিএনএন নিউজ১৮–কে জানিয়েছেন, জেন জিদের আহ্বান তিনি অগ্রাহ্য করতে পারবেন না। তিনি দায়িত্ব নিতে রাজি। সবকিছু ঠিক থাকলে নেপালের পরবর্তী সরকারপ্রধান হতে চলেছেন সুশীলা। তবে তাঁকে পরবর্তী সরকারপ্রধান হিসেবে সেনা নেতৃত্ব মনে নেবে কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার রাত থেকে দেশের নিয়ন্ত্রণ নিয়েছে...