জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ইসলামী ছাত্রশিবির, বামপন্থি সংগঠন ও স্বতন্ত্রসহ আট প্যানেলের মধ্যে লড়াই হতে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবির, বাগছাস, ছাত্রদল, বামপন্থি সংগঠনের একাংশ বিভিন্ন নামে চারটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। অন্যরা আংশিক প্যানেলের ঘোষণা দিয়েছে। শুক্রবার জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তালিকায় ২৫ পদের বিপরীতে লড়বেন ১৭৯ জন প্রার্থী। তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে চূড়ান্ত প্রার্থী ১০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৬ জন, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন। জাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন- আরিফ উল্লাহ, শেখ সাদী হাসান, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রাব্বি হোসেন, আরিফুজ্জামান, আব্দুর রশিদ, সোহানুর রহমান, অমর্ত্য রায় জন,...