তবে আল-মাওয়াসিতেই বারবার বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। বছরের শুরুতে যেখানে প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ ছিল, সেখানে এখন ৮ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী তাঁবুতে ঠাসাঠাসি করে জীবনযাপন করছেন।জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি আল-মাওয়াসিকে “ক্ষুধার্ত ও হতাশ ফিলিস্তিনিদের বিশাল ক্যাম্প” বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “গাজায় কোথাও নিরাপদ নয়, এমনকি কথিত মানবিক অঞ্চলেও নয়। দুর্ভিক্ষের সতর্কতা শোনা হচ্ছে না।”ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বলেছে, “গাজা সিটি জ্বলছে, মানবতা নিশ্চিহ্ন হচ্ছে”। সংস্থাটি জানায়, মাত্র ৭২ ঘণ্টায় ২০০টিরও বেশি অ্যাপার্টমেন্ট থাকা পাঁচটি উঁচু ভবন ধ্বংস হয়েছে। এতে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।এছাড়া ৩৫০টিরও বেশি তাঁবু মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে, ফলে প্রায় ৭ হাজার ৬০০ মানুষ খোলা আকাশের নিচে মৃত্যুভয়, ক্ষুধা ও অসহনীয় গরমে দিন কাটাচ্ছেন।ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৪...