১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম ফ্রান্স জুড়ে উত্তাপের আঁচ। গত কয়েকদিনে অনেক কিছুই বদলেছে। পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়েছেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। তারপর প্রধানমন্ত্রীর পদে বসেছেন ম্যাখোঁর সহযোগী সেবাস্তিয়ান লেকোর্নু। তার পরেই দেশজুড়ে ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে উঠেছে প্রতিবাদের ঝড়। এই আবহেই এমন এক ঘটনা ঘটেছে তাতে স্বাভাবিক ভাবেই ফ্রান্স জুড়ে ঝড় তুলেছে। জানা গিয়েছে ফ্রান্সের প্যারিস এবং আশেপাশের শহরতলীর প্রায় নয়টি মসজিদের বাইরে থেকে উদ্ধার হয়েছে শুকরের মাথা। ৯টি মাথার মধ্যে পাঁচটি মাথায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর নাম লেখা ছিল। ঘটনার পেছনে কে বা কারা থাকতে পারে তা জানানো হয়নি। এই প্রসঙ্গে জানিয়ে রাখা রাখা ভালো, ফ্রান্সে ইউরোপের সবচেয়ে বেশি ৬০ লাখেরও বেশি মুসলিম রয়েছে। সেখানে মসজিদের বাইরে থেকে শূকরের মাথা উদ্ধার নিঃসন্দেহে চাঞ্চল্যকর...